** প্রীতিলতা ** দিলীপ কুমার পাত্র
উনিশ'শ এগারোর মে তে
চট্টগ্রাম মাতে
দেশের জন্য সারাটা জীবন
ধরলে অস্ত্র হাতে।
আই.এ.তে মেয়েদের প্রথম
বি.এ.তে ডিস্টিংসন
শিক্ষকতা ছেড়ে দিয়ে
বিপ্লবী দলে মন।
দেশ স্বাধীনের স্বপ্ন ছিল
রানির চোখে মুখে
মাষ্টারদার নেতৃত্বে জয়
দেখবো মনের সুখে।
প্রীতিলতা কুড়ালে প্রীতি
হৃদয় জুড়ে স্মৃতি
দেশ সংগ্রামে ছিল না তার
কোনই প্রাণ ভীতি ।
স্বদেশ জননীর চোখের জল
মোছালো রক্ত দিয়ে
সদর্পে এগিয়ে গেল
সবার আশিস নিয়ে।
বাংলার প্রথম নারী শহীদ
হলে প্রীতি তুমি
তোমার জন্য গর্ব করে
এই ভারত ভূমি
1 Comments
প্রণাম জানাই।
ReplyDelete