সঠিক প্রাপকদের আবাস যোজনার ঘর দেওয়ার দাবীতে ডেপুটেশন দিল বিজেপি
যারা সঠিক পাওয়ার যোগ্য, যারা ভাঙা চোরা বাড়িতে থাকে এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও আবেদন জানিয়েছেন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানালো বাথুয়াড়ি অঞ্চলের বিজেপি নেতৃত্বরা। বিজেপির দাবী, যারা আর্থিকভাবে উপযুক্ত , দোতলা পাকা বাড়ি রয়েছে তাঁদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে। তবে এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখে জানাবেন। তবে এই প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এখনকার বিডিও অরিজিৎ গোস্বামী তৃণমূল কংগ্রেসের তাঁবেদারী করছেন, তৃণমূল কংগ্রেসের চটি চাটতে গিয়ে, বিরোধী দলের সকর্থকদের পরিকল্পিতভাবে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন। এমনকি ঘর পাওয়ার অযোগ্য তৃণমূলের বুথ সভাপতিদের নাম তালিকায় না থাকা সত্ত্বেও ঢুকিয়ে দিচ্ছেন। বিডিও ডব্লুবিসিএস হয়েও নিজের কর্তব্যকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরণের কাজ করছেন বলে তীব্র আক্রমণ করেন বিজেপির যুব নেতা অমলেশ পাহাড়ি। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিষ্ণুপদ মাইতি, তপন বর, অংশুমান জানা, ব্রজগোপাল মন্ডল, প্রমিলা বর প্রমুখ।
0 Comments