বিজ্ঞান মনস্কতা নিয়ে এবার ময়না আলোর দিশা ১১ তম বর্ষে
ময়না আলোর দিশা গুটিগুটি পায়ে দশম তম বর্ষ পেরিয়ে একাদশ তম বর্ষে পদার্পণ করেছে। গতকাল চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ এর অডিটোরিয়াম হলে আলোর দিশার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূলত এই সংস্থা বিগত ১০ বছর ধরে ছাত্র-ছাত্রীদের মনে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করার লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান করে আসছে। আলোর দিশার সদস্য অনন্ত ঘোড়াই জানান ময়না, পিংলা, সবং এলাকার মোট ৪০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রায় পাঁচশর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে জানালেন অনন্ত ঘোড়াই। বিজ্ঞান নিয়ে আলোচনা, ছাত্র-ছাত্রীদের মনে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি করা, বিজ্ঞানের সুফল কুফল, এইসব নিয়েই আলোচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে।। অনুষ্ঠান শেষেকৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
0 Comments