শিশু কিশোর মেলা'র আয়োজনে দেউলিয়াতে শতাধিক শিশু ও কিশোরদের নিয়ে মিলন আসর অনুষ্ঠিত হয়।
পরীক্ষা অবসরে শীতকালীন এই মিলন আসরে অংকন, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও বড় মানুষদের জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবনবোধ গড়ে তোলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সংস্থার তরফে জানানো হয়, সাপ্তাহিক শিশু কিশোরদের নিয়ে শরীরচর্চা ও মনীষী চর্চার অঙ্গ হিসাবে মিলন আসরের আয়োজন করা হয়েছিল। শিশুদের সাথে অভিভাবক মা-বাবারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সারাদিন ধরে আসর ছিল প্রাণবন্ত।
0 Comments