** বিশ্ব জল দিবস ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
পানীয় জলের ব্যবহার
রান্না পানের জন্য
কাপড় কেচে স্নান করে
হই মোরা ধন্য।
কৃষি শিল্প উদ্যানে তে
লাগে শৌচাগারে
এতো উপকার জেনেও কেন
অপচয় অহংকারে?
মৎস্য থেকেই পশু পালন
পানীয় জল সবে
অবুঝ মানুষ জল ব্যবহার
জানবে আর কবে ?
জল নিয়ে সর্তকতা
বাড়ুক ঘরে ঘরে
জল নষ্ট জল কষ্ট
বুঝুক একে অপরে
জল নিয়ে কৌতুহলী
থাকুক উদ্দীপনায়
কম জল কৃষি শিল্পে
আসুক গবেষণায়।
বাইশে মার্চ জল দিবস
পালন করতে হবে
পানীয় জলের হাহাকারে
নীরব কেন রবে?
আজকে মোরা শপথ নেবো
করবো না জল অপচয়
ভূগর্ভের জল থাকলে পরে
আসবে কেন সংশয়?
1 Comments
ধন্যবাদ।
ReplyDelete