কোলাঘাটের শীতলা পরমানন্দপুর প্রগতি সংঘের উদ্যোগে সংঘের বার্ষিক অনুষ্ঠান এবং নেতাজি জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ ২৪ শে জানুয়ারি বিনামূল্যে স্বাস্থ্যশিবির পরিচালিত হয়। ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসক,স্বাস্থ্যকর্মী,নার্স এবং ল্যাবরেটরী টেকনিশিয়ান এই শিবিরে অংশগ্রহণ করেন। ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া এবং ডাঃ ভবানী শঙ্কর দাস। ট্রাস্ট সদস্য নারায়ণ চন্দ্র নায়ক জানান প্রায় ৭০ জন রোগীকে পরীক্ষা করা হয়। বিনামূল্যে ইসিজি এবং রক্ত পরীক্ষাও করা হয়।
0 Comments