অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের মনিটরিং কমিটিতে তমলুকের এস.ডি.ও.'কে নেওয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লক ও পাঁশকুড়া পৌরসভাকেও ওই প্ল্যান এলাকার অন্তর্ভুক্ত করার কথাও ঘোষনা করলেন সেচমন্ত্রী।
.jpeg)
ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে জেলা লেভেল মনিটরিং কমিটিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির একজন প্রতিনিধি সহ পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকদের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল রূপায়ণ সংগ্রাম কমিটি। কমিটির দাবী মেনে অবশেষে মাস্টার প্ল্যান রূপায়নের মনিটরিং কমিটিতে তমলুকের এস.ডি.ও.'কে নেওয়ার কথা ঘোষণা করলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূইয়া। এবং পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট-পাঁশকুড়া-ময়না ব্লকের পাশাপাশি তমলুক ব্লককেও ওই প্ল্যানের অন্তর্ভুক্ত করার কথা ঘোষনা করলেন মন্ত্রী। রূপায়ণ সংগ্রাম কমিটির দাবী অবিলম্বে ওই মনিটারিং কমিটিতে আমাদের কমিটিরও অন্তত একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে।
ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, পূর্বে মাস্টার প্ল্যান অন্তর্ভুক্ত এলাকার মধ্যে দুই মেদিনীপুর জেলার ১৩ টি ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ছিল কোলাঘাট,পাঁশকুড়া,ময়না এই তিনটি ব্লক। বাকি নটি ব্লক ছিল পশ্চিম মেদিনীপুরের। বর্তমানে রাজ্য সরকার মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে আটটি ব্লক ও দুটি পৌরসভা এলাকার ১৫৭৫ বর্গ কিমি এলাকা চিহ্নিত করেছেন। যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চারটি ব্লক ও একটি পৌরসভা ,পূর্ব মেদিনীপুরের চারটি ব্লক ও একটি পৌরসভা। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে উপরোক্ত তিনটি ব্লকের সাথে বর্তমানে তমলুক ব্লক ও পাঁশকুড়া পৌরসভাকে যুক্ত করা হয়েছে। আয়তনের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের ৮৩ শতাংশ ও পূর্ব মেদিনীপুরের ১৭ শতাংশ। গত বছরের বর্ষায় কংসাবতী নদী বাঁধ ভেঙে বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে এই সংযোজন বলে জানা গেছে।
0 Comments