ময়না চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক গুণীজন।

 ময়না চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক গুণীজন।


ময়না চক্র আন্ত প্রাথমিক,  নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪৪ তম   বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হল। এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিলখোজা বৈকন্ঠ বিদ্যায়তনের মাঠে। জানা যায় ময়না চক্রের অঞ্চল খেলায় উত্তীর্ণ খেলোয়ারদের  নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সারা দিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী,  ময়নার বিধায়ক অশোক দিন্ডা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ  অভয়া দাস, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সহ বিশিষ্ট অতিথিবর্গরা। এদিন ময়না চক্র  স্তরে উত্তীর্ণ খেলোয়াড়দের পুরস্কারে পুরস্কৃত করা হয়।



Post a Comment

0 Comments