অভয়ার ন্যায় বিচার চেয়ে তমলুকে প্রতিবাদ সভা।

 অভয়ার ন্যায় বিচার চেয়ে তমলুকে প্রতিবাদ সভা।


আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং অভয়ার ন্যায় বিচার চেয়ে আজ সন্ধ্যায় তমলুকের সংকর আড়া বাসপুল এলাকায় গান, আবৃত্তি, আলোচনার মাধ্যমে প্রতিবাদ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হল 'আর জি করের পাশে আমরা তমলুকবাসি'র উদ্যোগে। উপস্থিত ছিলেন ডাক্তার ললিত কুমার খাঁড়া, শিক্ষিকা চন্দনা জানা, বন্দনা অধিকারী প্রমূখ।
 বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগস্ট মাস থেকে এই ঘটনা আজও প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হলো না। অন্যদিকে সিবিআই চার্জসিট না জমা দেওয়ায় অভিযুক্ত সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেল। অথচ সর্বস্তরের মানুষই জানেন এই নৃশংস ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। ফলত রাজ্য সরকারের সাথে সাথে সিবিআই ভূমিকা নিয়েও বহু প্রশ্ন চিহ্ন রয়েছে।। অভয়ার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান সংগঠকরা।

Post a Comment

0 Comments