নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ময়না চক্রের পক্ষ থেকে আগামী রাজ্য ক্রীড়ায় অংশগ্রহণকারী সফল ১০ জন প্রতিযোগীদের তাদের বিদ্যালয়ে গিয়ে তাদের বিশেষ সম্বর্ধনা প্রদান

 নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ময়না চক্রের পক্ষ থেকে আগামী রাজ্য ক্রীড়ায় অংশগ্রহণকারী সফল ১০ জন প্রতিযোগীদের তাদের বিদ্যালয়ে গিয়ে তাদের  বিশেষ সম্বর্ধনা প্রদান 


নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ময়না চক্রের পক্ষ থেকে আগামী রাজ্য ক্রীড়ায় অংশগ্রহণকারী সফল ১০ জন প্রতিযোগীদের তাদের বিদ্যালয়ে গিয়ে তাদের  বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়।প্রদান করেন চক্র সম্পাদক স্বপন কুমার বেরা,সভাপতি অজিত কুমার মাইতি এবং সহ সম্পাদক গোবিন্দ প্রসাদ জানা মহাশয়গন। সবার সাফল্য কামনা করেন। 
🌹 এই প্রথম ময়না চক্র থেকে এতজন শিক্ষার্থী রাজ্য স্তরে খেলতে যাবে এটা আমাদের ময়না সার্কেলের গর্বের বিষয়। এর আগেও প্রতি বছর দু -একটা  ট্রফি আমাদের সার্কেল এ এসেছে জেলা থেকে কিন্তু এই বারের ফলাফল সত্যি সত্যিই প্রশংসনীয়। 
🌹 খাতায় কলমে তমলুক মহুকুমা চ্যাম্পিয়ন কিন্তু তার পুরো ক্রেডিট ময়নার কচি কাঁচাদের।
🌹 যে দশ জন শিক্ষার্থী আমাদের রাজ্য স্তরে খেলতে যাবে তাদের নাম নিম্নে দেওয়া হলো -
1. রাহুল দিন্দা - ক - বিভাগ- লং জাম্প
2. আয়ুষ্মান মাইতি - খ - বিভাগ - যোগা
3. অনিমেষ মাইতি -( গ বিভাগ )- জিমন্যাস্টিক
4. সুস্নাত ঘোড়াই - (গ বিভাগ) - বল ছোঁড়া
5.তুষার মনি - (ক - বিভাগ)- যোগা
6. কৃষ্ণেন্দু মাইতি - (খ - বিভাগ) - 200 মিটার স্প্রিন্ট
7. অষ্মিতা দুয়া - (ক - বিভাগ)- যোগা
8. সুস্মিতা শীল - (খ - বিভাগ) - হাই জাম্প
9. রূপাঞ্জন ভক্তা - (গ - বিভাগ)-  লং জাম্প
10.রিমি সেন - ( গ- বিভাগ)- যোগা
🌹 এই খুদে পড়ুয়াদের জানাই হার্দিক অভিনন্দন,  শুভেচ্ছা সর্বদা এবং স্নেহ ভরা ভালবাসা। *রাজ্য খেলায় এদের প্রত্যেকের জন্য সাফল্যের এক নজির গড়ে উঠুক কামনা করছি।

Post a Comment

0 Comments