মায়ের বোধন ও কাঠামো পূজোর শুভ সূচনা হল পূর্ব দক্ষিণ ময়না শ্রী শ্রী রক্ষা কালী মায়ের।
পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজো ও মেলা উপলক্ষে আজ মায়ের শুভ আগমন হেতু মায়ের বোধন ও কাঠামো পূজা অনুষ্ঠিত হল। ঢাক, ঢোল, শঙ্খ, কাসর, ঘন্টা সহযোগে পূজার্চনার মাধ্যমে আজ মায়ের বোধন অনুষ্ঠিত হল। পুজোর পর সকল দর্শণার্থীদের মিষ্টিমুখ করানো হয়। জানা যায় এই পুজো এ বছর ১১২ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর শেষে এবছরের যে পূজোর নির্ঘণ্ঠ তা প্রকাশ করা হয়। সেই পূজোর বিবরণের কাগজ খানি সবার হাতে তুলে দেওয়া হয়। এই পুজো পরিচালনা করেন পূর্ব দক্ষিণ ময়নার দেশ কালী মায়ের পূজা কমিটি। মূলত পূর্ব দক্ষিণ ময়না, পাঁচপুকুরিয়া, পূর্ব দোবান্দী পাটনা, শ্যামগঞ্জ ও নোনাকুড়ি এই কয়েকটি গ্রামের সহৃদয় ব্যক্তিদের পরিচালনায় এই পূজো অনুষ্ঠিত হয়। আগামী ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা হবে বলে জানা গিয়েছে। এছাড়া আগামী ২৭ শে ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ বেশ কয়েকদিন ধরে পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
0 Comments