পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা এলাকায় ধলহরা তরুণ সংঘের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো সরস্বতী সম্মেলন।

 পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা এলাকায় ধলহরা তরুণ সংঘের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো সরস্বতী সম্মেলন।


 বিভিন্ন ক্লাব ও সংগঠনের তরফ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছোট বড় মাঝারি সমস্ত ধরনের প্রতিমা উদ্যোক্তারা নিয়ে আসেন এই সরস্বতী সম্মেলনে।  সরস্বতী সম্মেলন দেখতে এলাকায় ভিড় জমায় আশেপাশে গ্রামের কয়েকশো মানুষজন। এ বছরের সরস্বতী সম্মেলন ৩৩ তম বর্ষের পদার্পণ করল। জেলার মেছাদা নিমতৌড়ি তমলুক ডিমারি সহ একাধিক এলাকা থেকে উদ্যোক্তারা প্রতিমা নিয়ে আসেন এই সম্মেলনে। এই সম্মেলনে প্রতিমা গুলিকে তিনটি বিভাগে ভাগ করা হয় বড় ছোট ও মাঝারি। প্রত্যেকটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি। অংশগ্রহণকারী প্রত্যেকটি সংগঠনের হাতে দেওয়া হয় সান্তনা পুরস্কার।

Post a Comment

0 Comments