হাওড়া থেকে রাতের লোকাল ট্রেনে ফেরার পথে ময়নার স্কুল শিক্ষকের এ কি পরিণতি।
যারা প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করেন আপনারা কি জানেন রাতের লোকাল ট্রেন আপনাদের কাছে কতখানি নিরাপদ? আদৌ কি এই দপ্তরের কোন নিরাপত্তা রয়েছে। গতরাত্রের ঘটনা, ময়না থানার অন্তর্গত চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের বাংলা বিষয়ের শিক্ষক নন্দ মুরমু গতকালকে কলকাতা থেকে ১০.৩০ এর লোকালে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী তার ওপর চড়াও হয় এবং ছিনতাই করার চেষ্টা করে। শুধু তাই নয় সাঁতরাগাছি স্টেশনের নামার কথা ছিল এই শিক্ষকের তাকে নামতে দেওয়া হয়নি, ঐ শিক্ষক কে প্রচুর মারধর করেছে দুষ্কৃতীরা মাথায় গুরুতর চোট পেয়েছেন এই শিক্ষক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা যাচ্ছে ঐ রাত্রিতে বাড়ি ফেরার পথে,আচমকাই তিন চার জন ট্রেনের কম্পার্টমেন্টে উঠেই অতর্কিতে হামলা করে তার ওপর।প্রচুর মারধর করে এই শিক্ষককে শিক্ষকের ফোন কেড়ে নেওয়া হয়। গন্তব্য স্টেশন সাঁতরাগাছি হলেও তাকে সাতরাগাছি স্টেশনে নামতে দেওয়া হয়নি। পরে তিনি উলুবেরিয়া স্টেশনে নামেন। মাথায় গুরুতর চোট নিয়ে সাড়েবারোটা নাগাদ বাড়ি ফেরেন।ওই কম্পার্টমেন্টে 4 5 জন যাত্রী থাকা সত্ত্বেও নিরব দর্শকের ভূমিকা ছিলেন বলে জানাচ্ছেন এই শিক্ষক। বর্তমানে এই শিক্ষক একটি হাঁসপাতালে চিকিৎসাধীন । এই প্রসঙ্গে জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বপন কুমার মাইতি জানান একটা ট্রেনের ঘটনা, সামান্যতম নিরাপত্তা নেই। খুবই দুঃখজনক ঘটনা।
0 Comments