AIUTUC অনুমোদিত লোডিং আনলোডিং মজদুর ইউনিয়ন পি এস ময়না এর সম্মেলন
আজ ময়না নিমতলা (তিলখোজা অঞ্চল) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল লোডিং আনলোডিং মজদুর ইউনিয়ন পি এস ময়না ( রে:জি: নং ২২০৯৯) এর সম্মেলন অনুষ্ঠিত হল। তৎসহ শহীদ সম্রাট ভগৎ সিং এর ৯৫ তম শহীদ দিবস উদযাপন হয়। ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রাক্তন নেতা প্রয়াত নকুল জানা, প্রয়াত বিবেকানন্দ রায়, প্রয়াত কৃষ্ণা রায়ের স্মৃতিতে ৯ টি বিদ্যালয়ের ২৪ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIUTUC র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়। শহীদ-ই-আজম ভগৎ সিং এর জীবনী আলোচনা করেন প্রোগ্রেসিভ কালচারাল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্য অনুপ মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন অমল কুলি, জগদীশ মাইতি, জয়দেব গাঁতাইত, শশাঙ্ক পাল, তমলুক ব্লক ইউনিয়নের সদস্য মোস্তফা আলী প্রমুখ। সম্মেলন শেষে জগদীশ মাইতি কে সভাপতি, জয়দেব গাঁতাইত কে সম্পাদক, শশাঙ্ক পাল কে সহ সম্পাদক ও সুকুমার শাসমল কে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠিত হয়। আগামী দিনে বিভিন্ন সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান জ্ঞানানন্দ রায়। সকল সদস্য দের আইডেন্টিটি কার্ড প্রদানের মাধ্যমে সম্মেলন শেষ হয়।
0 Comments