বিবেকানন্দ যোগ অ্যান্ড জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টারের আয়োজনে যোগাসন ও জিমন্যাস্টিক স্পোর্টস প্রতিযোগিতা
পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত বড়িশা এলাকায় প্রথম বৎসর আন্ত যোগাসন ও জিমনাসটিক স্পোটিং প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বড়িশা বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাঙ্গনে। আয়োজনে বিবেকানন্দ যোগ এন্ড জিমনাস্টিক ট্রেনিং সেন্টার। প্রায় তিনশোর বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। বিবেকানন্দ যোগ এন্ড জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টারের শিক্ষক মানস পালের প্রচেষ্টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের যে কয়েকটি বিবেকানন্দ যোগ এবং জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টার রয়েছে তাদেরই ছাত্রছাত্রী কেবলমাত্র এই প্রতিযোগিতা অংশগ্রহনের লক্ষ্যে এই প্রতিযোগিতা।
0 Comments