ভগৎ সিং শহীদ দিবসে মেছেদায় যুদ্ধ বিরোধী মিছিল ও শিশু-কিশোর শিবির

২৩শে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর যোদ্ধা শহীদ-ই-আজম ভগৎ সিং এর ৯৫ তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কিশোর সংগঠন "কমসোমল"র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ মেছেদায় সারাদিনের কিশোর শিবির অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শিবিরের কাজের সূচনা হয়। প্রথমে শিবিরের সদস্যদের প্যারেড এবং ব্যান্ড প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর সদস্যদের নিয়ে সাম্প্রতিক প্যালেস্টাইনের বুকে ইজরাইলের আক্রমণে হাজার হাজার কিশোর-শিশু যে মারা গিয়েছে তার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে মেছেদা বাজারে এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয় এবং মিছিল শেষে গান-কবিতা-বক্তব্য রাখার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়। মিছিলের পর সংগঠনের সদস্যরা বিদ্যাসাগর স্মৃতি ভবনে শহীদ-ই-আজম ভগৎ সিং স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে গান, আবৃত্তির মধ্য দিয়ে শিবিরের কাজ শুরু হয়। এই শিবিরে জেলার নানান প্রান্ত থেকে শিশু-কিশোরদের তৈরি দেওয়াল পত্রিকার প্রতিযোগিতা হয়। ভগৎ সিং এর জীবনী এবং আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন কমসোমলের রাজ্য ইনচার্জ সপ্তর্ষি রায়চৌধুরী। এই শিবিরে উপস্থিত ছিলেন এসইউসিআই(কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অনুরূপা দাস এবং জেলা সম্পাদক প্রণব মাইতি প্রমুখ নেতৃবৃন্দ।
0 Comments