লকাপে ছাত্রীর উপর বর্বর অত্যাচারের বিরুদ্ধে ময়না থানায় ডেপুটেশন

 লকাপে  ছাত্রীর উপর বর্বর অত্যাচারের বিরুদ্ধে ময়না থানায় ডেপুটেশন


মেদিনীপুর মহিলা লকাপে ছাত্রীর উপর বর্বর অত্যাচারের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস গত প্রহলা  মার্চ শিক্ষা মন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছিলেন। ছাত্র-ছাত্রী দাবি তুলেছিলেন দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে সেটা চালু করতে হবে এবং প্রত্যেকটা কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।আচমকা তৃণমূলের দুষ্কৃতী ও পুলিশ প্রশাসন যৌথ ভাবে সেখান কার চারজন ছাত্রী কে তুলে নিয়ে যায়। তাদেরকে মহিলা থানায় নিয়ে গিয়ে থানার ওসি নির্মম ভাবে অত্যাচার করে। তারই প্রতিবাদে রাজ্যজুড়ে থানায় থানায় ডেপুটেশন। ময়না ব্লকে ও তার ব্যতিক্রম নেই। ময়নার পুরানো বাস স্ট্যান্ড থেকে এস ইউ সি আই সমর্থকরা মিছিল করে ময়না থানা পর্যন্ত এসে ময়না থানায় ডেপুটেশন দেয়।

Post a Comment

0 Comments