শহীদ ই আজম ভগৎ সিং এর শহীদ দিবসে ভোগপুরে"শহীদ স্মৃতি ভবন"এর উদ্বোধনী অনুষ্ঠান

ভারতের আপোষহীন ধারার সৈনিক নেতাজী,ক্ষুদিরাম,ভগৎ সিং,বিনয়-বাদল-দীনেশ-প্রীতিলতা সহ বিপ্লবী ধারার সৈনিকদের জীবন সংগ্রামের চর্চা এবং তার পাশাপাশি মার্ক্স-এঙ্গেলস-লেনিন-স্ট্যালিন-মাও সে তুং-শিবদাস ঘোষের সঠিক বৈপ্লবিক আদর্শ ও তার অনুশীলনের উদ্দ্যেশ্যকে সামনে রেখে আজ ২৩ মার্চ শহীদ ই আজম ভগৎ সিং শহীদ দিবসে ভোগপুরে শহীদ স্মৃতি ভবন উদ্বোধনী অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন রবীন দিন্ডা। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মেদিনীপুর জেলা ক্ষুদিরাম শতবার্ষিকী কমিটির সম্পাদক অমল মাইতি। এছাড়াও ওই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরূপা দাস,প্রনব মাইতি,নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা, সুব্রত দাস,জন্মেজয় মান্না প্রমুখ।
ভগৎ সিং এর বৈপ্লবিক সংগ্রাম সম্পর্কে অমলবাবু তার বিস্তৃত বক্তব্যে বলেন, বহু শহীদের মৃত্যুবরণের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার সাতাত্তর বছর পরেও বেশির ভাগ মানুষের সর্বপ্রকার শোষনমুক্তি ঘটে নি। এই অবস্থায় দেশের কোটি কোটি শোষিত-নিপীড়িত মানুষ এই সমাজব্যবস্থার আমুল পরিবর্তন চাইছে। ইতিমধ্যে সেই লক্ষ্যে শ্রমিক-কৃষক সহ মেহনতী মানুষেরা দেশব্যাপী আন্দোলনে সামিল হচ্ছেন। ওই আকাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যেই এই শহীদ স্মৃতি ভবন যথাযথ দায়িত্ব পালন করুক।
0 Comments