ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ আড়ং কিয়ারানায় শ্রী পূজা অনুষ্ঠিত হলো। পরিচালনায় দক্ষিণ আড়ং কিয়ারানা পূর্ব পাড়া ।উল্লেখ্য গত শনিবার এখানে শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। সোমবার শিব পূজাকে কেন্দ্র করে একাধিক ধর্মীয় অনুষ্ঠান হয়। সকাল দশটায় শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন হয়। শোভাযাত্রা ঢেউ ভাঙ্গা এলাকা থেকে ফিরে আসে। দুপুরে কয়েকশো ভক্তের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। শিব ও শীতলা পূজাকে কেন্দ্র করে এলাকায় একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
0 Comments