পূর্ব দোবান্দী শ্রীকন্ঠা কালী মায়ের আরাধনার শুভ উদ্বোধন।
ময়না ব্লকের অন্তর্গত শ্রীকন্ঠা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত পূর্ব দোবান্দী শ্রীকন্ঠা কালী মায়ের আরাধনার শুভ সূচনা। নগর পরিক্রমার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা। জানা যায় সাত দিন ব্যাপী বিভিন্ন ধরনের কীর্তন এবং বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালী পূজার সঙ্গে সঙ্গে মহাপ্রভু ও শীতলা পূজা এবং হরিবাসরের আয়োজন করা হয় । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বর্ণভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস, রাজবংশী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মাইতি, শিক্ষক সুমিত দাস, পঞ্চায়েত সদস্য মানিক লাল মাইতি, সমাজসেবী চন্দন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
0 Comments