১৩ জন শিক্ষিকার অনুপস্থিতিতে স্কুল চালাতে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষিকার।

 ১৩ জন শিক্ষিকার অনুপস্থিতিতে  স্কুল চালাতে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষিকার।



সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর ময়নার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের একযোগে ১৩ জন শিক্ষিকা ও ১ জন গ্ৰুপ সি কর্মীর চলে গিয়েছে চাকরি।চাকরি চলে যাওয়ায় কেউ স্কুলে আসেননি।তাই শিক্ষিকাদের অতিরিক্ত চাপ দিয়ে নিতে হচ্ছে পরীক্ষা।১৪ জনের চাকরি চলে যাওয়ার আগামীদিনে কীভাবে স্কুল চালনা করবেন তা নিয়েও সমস্যায় প্রধান শিক্ষিকা। সমস্ত বিষয়ের শিক্ষিকাদের ঘাটতি পূরন করবেন কীভাবে এবং বাংলা বিভাগের এখন পূরো শূন্য হয়ে গেলো বলে জানালেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকা জানান তার স্কুলে মোট ছাত্রীর সংখ্যা ১৬৩২ জন।স্কুলে আগেই শূন্যপদ ছিলো ১২ টি।পার্ট টাইম শিক্ষিকা রয়েছে ৯ জন।তবে পরীক্ষা সময় কষ্ট করে চালিয়ে নিলেও ক্লাস শুরু হলে এই ঘাটতি পূরণ করবেন কিভাবে চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা।


Post a Comment

0 Comments