ময়নার বিদ্যালয়ে গুলিতে চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের সম্ভাব্য লিস্ট।
সম্ভাব্য ময়না ব্লকের সমস্ত বিদ্যালয় গুলি থেকে সংগ্রহ করার রিপোর্ট অনুযায়ী আনুমানিক চাকরি হারিয়েছেন প্রায় ১০০ জন। এদের মধ্যে প্রায় ৭৫ জন শিক্ষক এবং ২৫ জন অশিক্ষক কর্মচারী। ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, শিক্ষকের সংখ্যা ১৩ জন এবং অশিক্ষক কর্মচারী ১ জন চাকরি হারিয়েছেন বলে জানা গিয়েছে। রামচন্দ্রপুর রাইসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৮ জন এবং অশিক্ষক কর্মচারী ১ জন। চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষক সংখ্যা ৪ জন এবং অশিক্ষক কর্মচারী ৩ জন চাকরি হারালেন। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে শিক্ষক ২ জন অশিক্ষক কর্মচারী ১ জন। দোনাচক দেশপ্রাণ বীরেন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে ৪ জন শিক্ষক চাকরি হারালেন। দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠ এর ২ জন শিক্ষক এবং ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। মুদিবাড় হাইস্কুলে ৪ জন শিক্ষক চাকরি হারালেন। তিলখোজা বৈকুন্ঠ বিদ্যায়তনের ২ জন শিক্ষক এবং ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। কলাগেছিয়া হাই স্কুলে ৪ জন শিক্ষক চাকরি হারালেন। আসনান হাইস্কুলে ৪ জন শিক্ষক এবং ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। দেউলী আদর্শ বিদ্যাপীঠে চাকরি হারালেন ২ জন শিক্ষক। ময়না বালিকা বিদ্যালয়ে ৫ জন শিক্ষক এবং ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। দক্ষিণ ময়না হাই স্কুলের ৩ জন শিক্ষক এবং ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। ময়না আদর্শ শিক্ষায়তনে ২ জন শিক্ষক এবং ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। রামচক রামেশ্বর বিদ্যামন্দিরে ১জন শিক্ষক চাকরি হারালেন। ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরে ১ জন শিক্ষক এবং ৪ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। প্রজাবাড় কিরণবালা গার্লস হাইস্কুলের ২ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের ৩ জন শিক্ষক চাকরি হারালেন। কুমরচক জনকল্যাণ শিক্ষানিকেতনে ১ জন শিক্ষক এবং ২ জন অশিক্ষক কর্মচারীর চাকরি হারালেন। শ্যামগঞ্জ ত্রৈলক্যময়ী বিদ্যামন্দিরে ৫ জন শিক্ষক এবং ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। মির্জানগর আড়ং কিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠ এ মোট ৩ জন শিক্ষক এবং ২ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন। বাকচা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলে মোট ২ জন শিক্ষক চাকরি হারালেন। গোকুলনগর ত্রিলোচন বিদ্যাপীঠে মোট ১ জন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন বলে জানা গিয়েছে । জানা গিয়েছে দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনে এখনো পর্যন্ত কোনো শিক্ষক চাকরি হারায়নি। আমার ময়না নিউজ এর পক্ষ থেকে এই সমস্ত তথ্য আমরা সংগ্রহ করেছি। তাই ভুল থাকলেও থাকতে পারে। যদি কোন কারনে ভুল হয় তথ্য সংগ্রহে, তাহলে ভুল করার জন্য আমরা দুঃখিত।।
0 Comments