গভীর রাতে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত পাঁচ, আশঙ্কাজনক আরো তিনজন
দিঘা নন্দকুমার জাতীয় সড়কের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার হেঁড়িয়ার ইরিঞ্চির কাছে লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচ জনের। পাশাপাশি দুই শিশুসহ আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুকের রেফার করা হয়েছে। বুধবার রাত্রি দুটো নাগাদ ইরিঞ্চির বাম্পার এর কাছে কলকাতা থেকে কাঁথি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে আটজনের যাত্রীবাহী অটো। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। বাকি দুই শিশুসহ একজনকে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে ভর্তি করা হয় ও পরে তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে মৃতদের উদ্ধার করা হয়। মৃতদেহ ও গাড়িটিকে মারিশদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। সকলেই কাঁথির চালতির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা থেকে আটজন কাঁথি ফিরছিল অটো করে। বামপার থাকায় সামনে অজ্ঞাত গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় কারনে তার পেছনে ধাক্কা মারে অটো , অটোর পেছনে আবার ধাক্কা মারে একটি লরি। স্থানীয় দোকানদার পর্যন্ত উদ্ধার করেও পুলিশের খবর দিলে বাকিদেরকে উদ্ধার করে হেঁড়িয়া হাসপাতালে ভর্তি করে।ঘটনাস্থলে আসেন কাঁথির এসডিপিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
0 Comments