আশীর্বাদ সংঘের কালীপূজা ৩৩ বর্ষে পদার্পণ করল।

 আশীর্বাদ সংঘের কালীপূজা ৩৩ বর্ষে পদার্পণ করল।


ময়না ব্লকের অন্তর্গত রাধাবল্লভচক গ্রামে অবস্থিত আশীর্বাদ সংঘের  উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী কালী পূজার শুভ উদ্বোধন হল গতকাল। এই পূজা এ বছর ৩৩ তম বর্ষে পদার্পণ করেছে। এই পূজা উপলক্ষে আগামী ৬ দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে ক্লাব সদস্যরা। ফিতে কেটে এ বছরের পূজার উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সদস্য নিরূপমা মাইতি। গতকাল বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে পূজার শুভ সূচনা হয়। এই পূজা উপলক্ষে বেশ কয়েকদিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান,নিত্যানুষ্ঠান এবং সংগীতা অনুষ্ঠান সহ একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে আশীর্বাদ সংঘের সদস্যরা। ক্লাব সদস্যরা জানান রাধাবল্লভচক, রঘুনাথচক এবং নিশ্চিন্তচক এই তিনটি গ্রামের মানুষদের সহযোগিতা ও সাহায্যে এই পুজো আজ ৩৩ বছরে পদার্পণ করেছে। এই পুজা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আপামর জনসাধারণকে আহ্বান জানিয়েছে ক্লাব সদস্যরা।

Post a Comment

0 Comments