ময়নার নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারিকে বদলির পূর্বে সংবর্ধনা
নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ ছয় বছর সুনামের সঙ্গে কাজ করেছেন সেক্রেটারি দেবেন্দ্রনাথ কুইল্যা মহাশয়। করোনা মহামারি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে তিনি সামনে থেকে মানুষকে পরিষেবা দিতে সাহায্য করেছেন। সরকারি অনুষ্ঠান কিংবা এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান দেবেন বাবু নিজে উপস্থিত থেকে সবকিছু পরিচালনা করতেন। দেবেন বাবুর সময়ে প্রধান সন্দীপন জানা এবং তাঁর বোর্ডের উদ্যোগে একাধিক সরকারী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে প্রধান সবিতা সিংহ এবং উপপ্রধান প্রদ্যৎ হাজরা ও সকল গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যার উদ্যোগে দেবেন বাবু সরকারি কাজকর্ম পরিচালনা করছেন। এমন পরিস্থিতিতে দেবেন বাবুর বদলি হয়ে যাওয়ায় ভারাক্রান্ত সকলে। বিভিন্ন জনপ্রতিনিধিগণ ও পদাধিকারী ব্যক্তিগণ ভারাক্রান্ত হৃদয়ে আবেগী কন্ঠে কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
0 Comments