জামাইষষ্ঠীর বাজারে ব্যাপক চাহিদা 'অপারেশন সিঁদুর' সন্দেশের,দাম ২০টাকা।

জামাইষষ্ঠীর বাজারে ব্যাপক চাহিদা 'অপারেশন সিঁদুর' সন্দেশের,দাম ২০টাকা


জামাই ষষ্ঠীর বাজার কাঁপাচ্ছে 'অপারেশন  সিঁদুর' সন্দেশ । জামাইদের জন্য শ্বশুর শাশুড়িরা কিনে নিয়ে যাচ্ছেন 'অপারেশন সিঁদুর' সন্দেশ। কয়েকদিন আগেই পহেলগাঁও কান্ডের জেরে আমাদের দেশ ভারত পাকিস্তানকে "অপারেশন সিঁন্দুর" নামে সামরিক জবাব দিয়ে নাস্তানাবুদ করেছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলির কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন। উল্লেখ্য পহেলগাঁওয়ে পাকিস্তানী জঙ্গিদের আক্রমনে নিরীহ ভারতীয় পর্যটকরা নিহত হন।মুছে গিয়েছে মা,বোনের সিঁদুর।এর প্রত্যুত্তরে ভারতীয় সেনা "অপারেশন সিঁন্দুর" নাম দিয়ে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে।জাতীয়তাবাদী এই আবেগে ভাসছে দেশ।এই পরিস্থিতিতে রবিবার জামাই ষষ্টী।তাই জামাইষষ্ঠীতে ও জাতীয়তাবাদী আবেগ। ' 'অপারেশন সিঁদুর' নামে এবার মিষ্টি দেখা গেল হাওড়ার কুলগাছিয়ার একটি মিষ্টির দোকানে।দাম কুড়ি টাকা প্রতিটি।আর বলাই বাহুল্য ,বেজায় হিট এই মিষ্টি। বিকোচ্ছে দেদার শনিবার সকাল থেকে।মূলত মহিলারাই ক্রেতা এই মিষ্টির। বিভিন্ন মিষ্টির দোকানে শোভা পাচ্ছে শোকেসের মধ্যে এবং বাইরে এই অপারেশন সিঁদুর সন্দেশ। সিঁদুরের রঙে রাঙানো হয়েছে ছানার তৈরি এই সন্দেশ গুলিকে। আবেগের সঙ্গে জামাইষষ্ঠীকে সামনে রেখে জমে উঠেছে মিষ্টান্ন ব্যবসা বঙ্গের বুকে। ইতিমধ্যেই অপারেশন সিঁদুর নাম দিয়ে বা বিভিন্ন ধরনের এই নামে লোগো দিয়ে গেঞ্জি খোলা বাজারে দেদার বিকোচ্ছে।টুপি কিংবা হাত ঘড়ির ব্যান্ডে  'অপারেশন সিঁদুর' নামটি স্থান পেয়েছে। এবার জামাইষষ্ঠীতে সন্দেশেও নজর কাড়ল 'অপারেশন  সিঁদুর' সন্দেশ ।

Post a Comment

0 Comments