একুশে জুলাই আন্তর্জাতিক কবিতা আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হল ময়নায়।

 একুশে জুলাই আন্তর্জাতিক কবিতা আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হল ময়নায়।


ময়নার দক্ষিণ হরকুলি দয়ানন্দ আর্য  মিশন বিদ্যালয়ে এই অনুষ্ঠান পালিত হল। ডক্টর অনুপ কুমার ভৌমিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডক্টর পারভীন বানু,ভরত বাগ সলিল নায়েক, প্রশান্ত পট্টনায়েক, গোপাল পট্টনায়েক, স্মৃতিকণা ভৌমিক,  প্রণবানন্দ চাউলিয়া, লেখা ভৌমিক, তপন মাইতি, তনুশ্রী রায়,সোমা রায়, কবিতা ভৌমিক, বিনোদ মাইতি, অনিমা ভৌমিক, দীপঙ্কর রায়,সন্দীপ মাইতি, গৌতম সেন  সহ ৬১ জন সাহিত্যিক ও বাচিক শিল্পী প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ময়নার বুকে এই ধরনের  অনুষ্ঠান মানুষের মধ্যে সাহিত্য চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করে। একুশে জুলাই ছিল মঞ্চের সভাপতি ও শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত ডক্টর অনুপ কুমার ভৌমিকের ৫৯ তম জন্মদিন। অনুপ কুমার ভৌমিক তার নিজের  জন্মদিনে এরকম অনুষ্ঠান করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেছেন। সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি  ঘোষণা করা হয়।


Post a Comment

0 Comments