ময়নায় বিজেপি বিধায়ক প্রার্থী অশোক দিন্ডা বনাম চন্দন মন্ডল।

 ময়নায় বিজেপি বিধায়ক প্রার্থী অশোক দিন্ডা বনাম চন্দন মন্ডল।


 ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস বাকি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠন গোছাতে ব্যস্ত। ময়নার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। ময়নায় রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠন বৃদ্ধি করতে ব্যস্ত। ময়নায় মূলত ভোট যুদ্ধের প্রতিযোগিতা তৃণমূল এবং বিজেপির। ময়না তৃণমূলের কে প্রার্থী হবে এখনো সঠিকভাবে জানা যায়নি। মাস খানেক আগে তৃণমূল নেতা শেখ সাজাহান আলীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি দলের উপর ছেড়ে দিয়ে এড়িয়ে যান। কিন্তু বিজেপিতে রাজনৈতিক মহলে দুজনের নাম শোনা যাচ্ছে। প্রথমজন ময়নার বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্ডা। দ্বিতীয়জন বিজেপি নেতা চন্দন মন্ডল। গতকাল বাকচার বিজেপি নেতা উত্তম সিংহের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে জানা যায় অশোক দিন্ডার পুনরায় প্রার্থী  হিসাবে দেখতে চাওয়ার বিষয়টি। অপরদিকে বাকচার আর একজন বিজেপি নেতা প্রসেনজিৎ ভৌমিক আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত শ্রবন অনুষ্ঠানে বিজেপি প্রার্থী হিসেবে চন্দন মন্ডল এর জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। প্রসঙ্গত আজকে ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের  কিশোরচকে বিজেপির ২৯ নম্বর শক্তি কেন্দ্রে বিজেপি নেতা চন্দন মন্ডল এর উদ্যোগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির  মন কি বাত শ্রবণ  অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে একাধিক নেতৃত্বের বক্তব্যে ময়নায় বিজেপি বিধায়ক প্রার্থী হিসেবে চন্দন মন্ডল এর নাম সমর্থন করার মন্তব্য দেখা যায়। এখন দেখার বিষয় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ময়নায় বিজেপির টিকিট কে পায়?

Post a Comment

0 Comments