যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ও শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে মিলন উৎসব।

 যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ও শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে মিলন উৎসব।


 যাত্রা পরিচালক কল্যাণ সমিতি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ও শিল্পী সৃজন প্রতিভাদের নিয়ে মিলন উৎসব ২০২৫ ও বিশিষ্ট ব্যক্তিজনদের স্মারক সম্মানে সম্মানিত করা হল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়নার রামকৃষ্ণায়ন এসোসিয়েশনের মুক্তমঞ্চে। এই মিলন উৎসব ১১ তম বর্ষে পদার্পণ করেছে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক মাননীয় নন্দকুমার মিশ্র, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস, ময়না রাজ পরিবারের সদস্য তথা ময়না প্রেসক্লাবের সভাপতি সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি ও বিধায়ক অজিত মাইতি, ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের সম্পাদক শশাঙ্ক মাইতি, ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

Post a Comment

0 Comments