রাত পোহালেই পরিচালন সমিতির ভোট। শ্যাওড়াবেড়িয়া জালপাই উত্তর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির।
রাত পোহালেই পরিচালন সমিতির ভোট। শ্যাওড়াবেড়িয়া জালপাই উত্তর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির।কিন্তু আজ বিকেলে হঠাৎ নোটিশ ঝোলাল ব্যাঙ্ক কতৃপক্ষ । তা দেখে চক্ষু চড়কগাছ সমবায়ের ভোটাররা। এই সমবায় পরিচালন সমিতি এবারে পরিবর্তনের একটা আশা দেখছে সমবায় সদস্যরা তাই হেরে যাওয়ার ভয়ে শাসক দলের 12 জনের অভিযোগের ভিত্তিতে। নোটিশ ঝুলিয়ে দিল ভোট হবে না এই ভোট ফেব্রুয়ারির ২২ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু সেবারও ঠিক ভোটের আগের দিন নোটিশ ঝুলানো হয়। এবারে প্রতিদিন পত্রিকাতে নোটিশ করা হয়েছিল ২৫ তারিখে ৩১ তারিখ সমবায়ের পরিচালন সমিতির ভোট। সেই মোতাবেক প্রস্তুত । ভোটাররা কিন্তু নোটিশ ঝুলানো দেখে হতবাক তাই তারা ব্যাংকের সামনেই রাস্তার উপর বসে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন আমার কিছু করার নেই উপর থেকে আমার কাছে যেমন নির্দেশ এসেছে আমি তাই করেছি।
0 Comments