পিংলায় বেহাল রাস্তা, উদাসীন প্রশাসন, সমস্যায় নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রীরা।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ৬নং ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সাহরদা হাইস্কুল পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে, রাস্তার পাশে ১ বছর আগে বোর্ড় লাগালেও এখনো শুরু হয়নি রাস্তা সংস্কারের কাজ। ফলে চরম সমস্যায় নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। মানুষের অভিযোগ, ঢুকে না অ্যাম্বুলেন্স, ফলে রুগীদের নিয়ে যেতে হয় দোলায় করে। এমনি চরম সমস্যায় দিন কাটাচ্ছে ৬ থেকে ৭টি গ্রামের প্রায় হাজার দশেক মানুষ। দুয়ারে সরকার ক্যাম্প থেকে গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস সবেতেই জানিয়ে প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কোনো কিছু। রাস্তা খারাপের কারনে অনেক ছাত্রছাত্রীরা বর্ষাকালে অনেক ছাত্রছাত্রী বন্ধ করেছে স্কুল এমনি অভিযোগ অভিভাবকদের! কবে সংস্কার শুরু হবে রাস্তার প্রতীক্ষার প্রহর গুনছে একাধিক গ্রামের গ্রামবাসীরা।
0 Comments