কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ময়নায়।
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিজ্ঞান বিভাগের জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের অধীন এন এফ এস এম রাইস ২০২৪- ২৫ প্রকল্পে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ময়না ব্লকের গোকুলনগর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয় এর কক্ষপৃহে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনায় সব কৃষি অধিকর্তা করণ ময়না ব্লক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক, ময়না ব্লকের এ ডি এ আনন্দ শংকর সিংহ, ময়না ব্লকের বি টি এম সতনু ঘোষাল এবং জেলার কৃষি আধিকারিকগণ। এই প্রসঙ্গে জেলা উপ কৃষি অধিকর্তা হেমন্ত কুমার নায়েক কি বললেন শোনাবো আপনাদের।
0 Comments