কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ময়নায়

 কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ময়নায়।  






পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিজ্ঞান বিভাগের জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের অধীন এন এফ এস এম রাইস ২০২৪- ২৫ প্রকল্পে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ময়না ব্লকের গোকুলনগর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয় এর কক্ষপৃহে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
 







 ব্যবস্থাপনায় সব কৃষি অধিকর্তা করণ ময়না ব্লক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক, ময়না ব্লকের এ ডি এ আনন্দ শংকর সিংহ, ময়না ব্লকের বি টি এম সতনু  ঘোষাল এবং জেলার কৃষি আধিকারিকগণ। এই প্রসঙ্গে জেলা  উপ কৃষি অধিকর্তা  হেমন্ত কুমার নায়েক কি বললেন শোনাবো আপনাদের।

Post a Comment

0 Comments