মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সুতাহাটা থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর শ্রী জিতেন্দ্র প্রসাদ সরেন।
গতকাল 08/09/24 তারিখ রবিবার আনুমানিক দুপুর 13.45 আওয়ার্স পাঁশকুড়া থানার অন্তর্গত সিদ্ধা বাজার ঢোকা ঠিক আগে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সুতাহাটা থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর শ্রী জিতেন্দ্র প্রসাদ সরেন, পাঁশকুড়া থানাতে কেসের তদন্তে আসে তারপর তদন্ত করে সুতাহাটা থানায় ফেরার সময় সিদ্ধা বাজারের আগে মোটরসাইকেল এক্সিডেন্টে মৃত্যুর হয়,
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আজ 09/09/24 তারিখ তার মৃতদেহ ময়নাতদন্তের পর ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মাননীয় বড় সাহেবের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর পুলিশ লাইনে গার্ড আফ ওনার দেওয়া হয়, তারপর একে একে সমস্ত সাহেবরা তার বিদেহী আত্মার শান্তি কামনায় পুষ্পপ্রদান করেন, তারপর তার মরদেহ তার গ্রামের বাড়ি কেশপুর থানার অন্তর্গত ধোবা গেড়িয়া গ্রামে,পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে নিয়ে আসা হয় এবং তার শোকোস্তব্ধ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে ফিরে যাওয়া হল। সমস্ত কার্যটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য কমিটির সদস্য শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয় এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার, জয়েন কনভেনার ও সমস্ত সদস্যবৃন্দ।
0 Comments