** শব্দ দূষণ ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
** শব্দ দূষণ ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
উচ্চস্বরে বাজছে বক্স
বাজছে মাইক হর্ণ
শরীর মনের হচ্ছে ক্ষতি
খুশি কেউ নন।
কলকারখানার বিকট আওয়াজ
পুজোর ঢাক ঢোল
ব্যস্ত বাজারের কোলাহল
চলছে শোরগোল।
পরমাণু বোমের তীব্র আওয়াজ
শব্দবাজির জ্বালা
মিটিং মিছিলের চেঁচামেচি
কান যে ঝালাপালা ।
শব্দ দূষণে যাব না মোরা
করব না বিকট শব্দ
বধিরতা অস্থিরতায়
শিশু বয়স্ক জব্দ।
শ্রবণ সমস্যা মানসিক ভারসাম্য
স্মৃতিশক্তির লোপ
বন্যপ্রাণীর বিপন্নতায়
ফেলছে দূষণ কোপ।
খিটখিটে মেজাজ অনিদ্রা
হচ্ছে বিরক্তিবোধ
সবই জেনেও শব্দ দূষণ
করি না কেন রোধ?
অহেতুক হর্ণ বাজাবো না
আর লাউডস্পিকার
মানবো মোরা শব্দবিধি
হবো না তো শিকার।
শব্দ দূষণ রোধে প্রচার
চালাও দিনের রাতে
পুলিশ প্রশাসন বন্ধ করুক
দূষণ কঠোর হাতে ।
2 Comments
ধন্যবাদ।
ReplyDeleteBeautiful
ReplyDelete