পনেরোই অক্টোবর তামিলনাডুর জন্ম রামেশ্বরমে মিসাইল ম্যান বলে খ্যাত ভারতবাসীর মরমে। পদার্থবিদ্যা থেকে হলে এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ার বিজ্ঞানের বহু আবিষ্কারের হলে তুমি অংশীদার। ক্ষেপণাস্ত্রের জনক রূপে ত্রিশূল অগ্নি পৃথ্বী ভারত সুরক্ষা দেবে আটকে এমন আছে কেউ কি? ভারতের বিজ্ঞান সাধক রূপে তোমায় জানাই সেলাম তোমার কর্মের আদর্শ স্বরূপ রাষ্ট্রপতিও পেলাম । নাসা থেকে ইসরোতেও বেড়ালে তুমি দাপিয়ে এতো কাজের চাপে থেকেও গেলে নিজেকে ছাপিয়ে। পদ্মভূষণ ভারতরত্ন বিদেশেও কত কিছু তোমায় দেখে উদ্বুদ্ধ হোক যুবক থেকে শিশু। হিন্দু মুসলিম শিখ জৈন সবাই মানুষ জাতি নিজ নিজ কর্মগুণে বাড়ুক সবার খ্যাতি ।
1 Comments
Beautiful
ReplyDelete