@@মায়ের বিদায়@@প্রবীর বারিক @@

 @@মায়ের বিদায়@@প্রবীর বারিক @@


মহালয়ায় দেবীপক্ষ
পড়ল কাঠি ঢাকে
শুভষষ্ঠীর বোধন হল
কাঁসর ঘণ্টা শাঁখে।


কলাবউও নবপত্রে
আসীন হলেন ঘটে
সপ্তমীতে মাতলো ভুবন
দুর্গাপুজোর তটে।


মহাষ্টমী শুদ্ধবস্ত্রে
পূজার্চনায় মাতে
ফুল চন্দনে সাজায় ডালি 
লগ্ন পেল প্রাতে।


সন্ধিক্ষণে নবরাত্রি
আঁধার সাজায় আলো
দেবীর যজ্ঞে বিশ্ববাসীর
ঘুচলো মনের কালো।


বিজয়ার দিন সিঁদুর খেলা 
মায়ের বিদায় পালা
চোখের জলে মিষ্টি ফলে
দশমীর বর ডালা।



Post a Comment

0 Comments