বছর জুড়ে নানা কাজে সবাই দূরে থাকি পুজো এলেই ব্যস্ত হয় বামুন থেকে ঢাকি। কাশের সারির মাঝে মা আসবে বাপের বাড়ি নতুন পোশাক কিনতে সবাই সপিংমলে পাড়ি। শেফালিকা কুড়োতে ভোরে যাচ্ছে যেন কারা নীল আকাশের আনাগোনায় হচ্ছে আত্মহারা। ছেলে মেয়ে সঙ্গে নিয়ে আসবে দোলায় চড়ে প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা দেখব মোড়ে মোড়ে। বিসর্জনে সিঁদুর খেলা একটু মিষ্টি মুখে পূজোর দিনগুলো তবে কাটুক সুখে দুখে।
1 Comments
Beautiful ❤️❤️
ReplyDelete