চলাচলের অযোগ্য , বেহাল রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের 281 নং বুথের রাস্তার অবস্থা বেহাল । ভোট আছে,ভোট যায়। রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি বাক্যে,আশায় অপেক্ষা করে এলাকাবাসী। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে একই অবস্থা। আর দেখা মেলে না কোন রাজনৈতিক দলের। জানা যায় এই অঞ্চল দীর্ঘদিন তৃণমূলের দখলে ছিল। এই বারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। তাই তৃণমূল পরিচালিত তমলুক পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ এই অঞ্চলের প্রতি দৃষ্টি প্রদর্শন করছে না । এই অঞ্চলের উন্নয়ন কেন করা হয় নি এমনই প্রশ্ন তুলছেন তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডল। এখানে ডিএম অফিস হওয়া সত্ত্বেও এখানকার মানুষের চলার রাস্তা জলমগ্ন হওয়ায় সমস্যায় ভুগতে হয় এলাকার মানুষদের। ওই এলাকায় একটি দুর্গাপুজা পরিদর্শনে আছেন তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশীষ মন্ডল।
এলাকার মানুষের অনুরোধে ওই রাস্তা পরিদর্শনে আছেন তিনি। নাম না করে এলাকার তৃণমূল নেতাকে শুধুই কাট মানি খেয়েছে বলে আখ্যা দিলে আশীষ মন্ডল। গত নির্বাচনে এলাকার মানুষ অসন্তুষ্ট হয়ে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করায় এই এলাকার প্রধান বিজেপি সমর্থিত। আর এই এলাকার প্রধান বিজেপি হওয়ার ফলেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ উন্নয়ন থেকে বিরত রেখেছে এই অঞ্চলকে। আশীষ মণ্ডল আরও বলেন এখানকার বহু রাস্তা মানুষের চলাচলের অযোগ্য, এখনও এক হাঁটু জল পেরিয়ে দুর্গা প্রতিমার দর্শন করতে হচ্ছে।
মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের আমন্ত্রণে পূজোতে এসে গ্রামবাসীবৃন্দের আহ্বানে রাস্তা পরিদর্শন করে তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশীষ মণ্ডল জানান যত দ্রুত সম্ভব প্রশাসন এই রাস্তা সংস্কার করুক। না হলে এখানকার মানুষ যেভাবে ক্ষিপ্ত আছেন, আগামী দিনে কিন্তু এরা বৃহত্তর আন্দোলনে নামবে। সেই সঙ্গে আমি তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিষ মন্ডল, এদের সঙ্গে আন্দোলনের সামিল হব। এখানকার পঞ্চায়েত সদস্য প্রতিমা পাত্র,আশিস মন্ডলের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন। এখন দেখার এই রাস্তা আগামী দিনে আদৌ চলাচল যোগ্য হয়, না বছরের পর বছর একই অবস্থায় রয়ে যায়।
0 Comments