ডানা মোকাবিলায় কী পদক্ষেপ নবান্নের?

ডানা মোকাবিলায় কী পদক্ষেপ নবান্নের?


জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নবান্ন। বাঁধগুলির পরিস্থিতি কেমন আছে তা সরেজমিনে পরিদর্শন করতে হবে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করে রাখতে হবে। উপকূলবর্তী অঞ্চলগুলির প্রশাসনকেও সতর্ক করেছে নবান্ন।বিপজ্জনক এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে সুরক্ষিত আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে। বাংলার জন্য ১৪টি NDRF টিম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
ঘূর্ণিঝড় ডানা' নিয়ে পূর্বাভাস জারি হওয়ার পরেই দিঘার উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। মঙ্গলবার হোটেল বুকিং হলেও বুধ এবং বৃহস্পতিবার থেকে বুকিং পুরোপুরি বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কলকাতা বিমানবন্দরও। বিমানগুলিকে সুরক্ষিত রাখার জন্য সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। প্রয়োজনে সেগুলি বেঁধে রাখার চিন্তাভাবনাও করা হচ্ছে। ট্রলিগুলিকেও ওই সময় বেঁধে রাখা হবে। তবে এখনও কোনও বিমান বাতিল করা হয়নি। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবে। সেই বৈঠকেই এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

ডানা র মোকাবিলায় রেলের শিয়ালদহ বিভাগ ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ঘূর্ণিঝড়ের সময় সম্ভাব্য বিপদ এড়াতে বিভিন্ন স্টেশনে লাগানো বিজ্ঞাপন বোর্ড ও হোর্ডিং সরিয়ে নেবে রেল। সমস্ত বড় স্টেশনগুলিতে ডিজি সেট এবং জরুরি আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। অতীতে একাধিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে সুন্দরবন। স্বাভাবিকভাবেই আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আতঙ্কে কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত তারা।


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আর যার জেরে রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ২২ অক্টোবরের মধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৩ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। ২৪ এবং ২৫ তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।


Post a Comment

0 Comments