ঘূর্ণিঝড় ডানার সতর্কবার্তা হলদিয়ার উপকূল এলাকায় সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দানা এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। পূর্ব মেদিনীপুরের দীঘা মান্দারমনি তাজপুর সহ পর্যটন কেন্দ্রে যেমন সর্তকতা জারি করা হয়েছে,পাশাপাশি হলদিয়া উপকূল এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে আগামীকাল। আগামী বৃহস্পতিবারের দিকে ঘূর্ণিঝড় স্থলভাগে আজরে পড়তে পারে। ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর জেলার ওপরে। পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় সর্তকতা জারি করেছে জেলা প্রশাসন। যদিও এখনো পর্যন্ত সেই ভাবে নিম্নচাপের কোন প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। হলদিয়ায় কোস্টগার্ডের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। হলদিয়া নন্দীগ্রাম ফেরি সার্ভিস চালু রয়েছে।
0 Comments