আরজিকরের ঘটনায় প্রতিবাদে ১২ ঘন্টার প্রতিকি অনশনে বসলেন তমলুকের জুনিয়র চিকিৎসকরা

 আরজিকরের ঘটনায় প্রতিবাদে  ১২ ঘন্টার প্রতিকি অনশনে বসলেন তমলুকের জুনিয়র চিকিৎসকরা


জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ১২ ঘণ্টার প্রতিকি অনশনে বসলেন তমলুক মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে অনশন চলছে জুনিয়র ডাক্তারদের, অসুস্থ বেশ কয়েকজন অনশনকারী, আর জি কর কাণ্ডে অভয়ার দোষীদের শাস্তির দাবিতে ১০ দফা দাবিতে কলকাতার ৭ জন ডাক্তার এবং জলপাইগুড়ির একজন ডাক্তার ইতিমধ্যে অনশনে সামিল হলে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই অনশন প্রতিবাদকে মান্য তা দিতে সর্বভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন এর নির্দেশে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাশাপাশি তমলুক মেডিকেল কলেজে অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা। সকাল ৯ টা থেকে রাত্রি নটা অব্দি এই প্রতীকি অনশন চলবে। জুনিয়ার ডাক্তারদের পাশাপাশি তমলুকের সিনিয়র ডাক্তাররাও এদিনের প্রতিকি অনশন মঞ্চে উপস্থিত হয়। যতদিন না পর্যন্ত দশ দফা দাবি মানা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে এমনটাই জানান আই এম এর তাম্রলিপ্ত শাখার সম্পাদক কল্যাণময় বসু।










Post a Comment

0 Comments