@@গিন্নির আবদার@@ প্রবীর বারিক@@

 @@গিন্নির আবদার@@ প্রবীর বারিক@@


"শুনছো ওগো ভুলোমনা 
আসছে পুজো কাছে
বালুচরী এনে দেবে
তোমার মনে আছে?"


" রাগ করোনা গিন্নি ওগো
দিইনি বিদেশ পাড়ি 
বোনাস হাতে পেলে পরে
আনবো ঢাকাই শাড়ি।"


" শুধু শাড়ি বলো কি গো
দেখতে পাওনা গলা 
এবার পুজোয় গয়না নেবো
কিনবো শাঁখা পলা।"


মাথা ঘুরে মদন খুড়ার 
"কেন করলাম বিয়ে
সাধু হলে শান্তি পেতাম
কৈলাসেতে গিয়ে।"


নিদ্রায় খুড়ি মহানন্দে
স্বামীর কপাল চুমে 
ভোরে খুড়ো পগারপারে 
গিন্নি তখন ঘুমে।










Post a Comment

0 Comments