@@ মাতঙ্গিনী@@ দিলীপ কুমার পাত্র@@
বহু দূরে মেদিনীপুরে
জন্ম হোগলা গ্রামে
স্বাধীনতার ইতিহাসে
ডাকে কত নামে।
গান্ধীর প্রতি অগাধ বিশ্বাস
ছিল ভুরি ভুরি
তখন থেকেই নামটি হল
মোদের গান্ধীবুড়ি ।
সক্রিয় ভাবে অংশ নিলে
ডান্ডি অভিযানে
স্বাধীনতা আনাই লক্ষ্য ছিল
বীরাঙ্গনার প্রাণে।
ভারত ছাড়ো আন্দোলনেও
পড়লে তুমি ঝাঁপিয়ে
নিজের জীবন তুচ্ছ করে
দিলে দেশ কাঁপিয়ে।
রেল অবরোধ রাস্তা অবরোধ
করলে সবার সাথে
বন্দেমাতরম দিয়ে ধ্বনি
লুটালে ঝান্ডা হাতে।
মেদিনীপুরের হৃদয় জুড়ে
থাকবে অনন্তকাল
আত্ম বলিদানের কথা
স্মরণ সকাল বিকাল।
1 Comments
নমষ্কার
ReplyDelete