চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠে প্রাক্তন প্রধান শিক্ষকের জন্মদিন পালন

 চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠে প্রাক্তন প্রধান শিক্ষকের জন্মদিন পালন


 ময়না ব্লকের বিদ্যালয় গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় বিদ্যালয় হল চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য। বিদ্যাপীঠের বহু প্রাক্তনী দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত।  এই বিদ্যাপীঠের  প্রাক্তন প্রধান শিক্ষক ও রূপকার শ্রদ্ধেয় রমাপতি মাইতি মহাশয়ের জন্ম শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াশীষ ঘটক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মাইতি  সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, প্রাক্তনী সংসদের পদাধিকারী ব্যক্তিগণ,  বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মীবৃন্দ । সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন প্রধান শিক্ষক রমাপতি মাইতি মহাশয় এর মূর্তিতে মাল্যদান করে ১০০ টি প্রদীপ প্রজ্জলন করা হয়। এরপর ১০০ টি বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।  শোভাযাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা,শিক্ষা কর্মীবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন গুণীজন অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী নাচ গান আবৃত্তি এবং স্মৃতিচারণের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। এদিনের এই মঞ্চ থেকে প্রাক্তন শিক্ষক-শিক্ষা কর্মীদের সম্মোধিত করা হয়। বয়স্কের ভারে বার্ধক্য ছাত্রদেরও এদিনের এই মঞ্চ থেকে সম্বর্ধিত  করা হয়।


Post a Comment

0 Comments