পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ময়না থেকে হলদিয়া পর্যন্ত সাইকেল নিয়ে দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চে সদস্যরা।

 পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ময়না থেকে হলদিয়া পর্যন্ত  সাইকেল নিয়ে দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চে সদস্যরা।

যুদ্ধ নয়,শান্তি চাই। শব্দ বাজি ও রং বাজি বন্ধ হোক। পেট্রোলিয়াম গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ি ব্যবহার হোক। প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধ করি ও আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলানো হোক। ভূগর্ভস্থ জল অপচয় বন্ধ হোক। অশ্লীল বিজ্ঞাপন বন্ধ হোক। এরকম একাধিক বাস্তব সত্য প্রচারের উদ্দেশ্যে ময়নার কলাগেছিয়া গ্রাম থেকে বেশ কয়েকজন  হলদিয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে পাড়ি দেয়। দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চের পক্ষে এ পৃথিবীকে সৌন্দর যোগ্য করে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দিয়ে যাওয়ার লক্ষ্যে ময়না থেকে সাইকেল নিয়ে প্রচারের উদ্দেশ্যে হলদিয়া রওনা দিলেন দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চে সদস্যরা।

Post a Comment

0 Comments