ময়নার তিলখোজায় রাস উৎসবের শুভ উদ্বোধন

 ময়নার তিলখোজায় রাস উৎসবের শুভ উদ্বোধন

শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ, রাধাগোবিন্দ গোপীনাথ জীউ ও শ্যামসুন্দর জিউর রাস উৎসব এবছর ১১ তম বর্ষে পদার্পণ করেছে। ময়না ব্লকের তিলখোজা এলাকায় ময়না মদন মোহন ক্লাব ও রাস উৎসব কমিটির পরিচালনায় এই উৎসব বিগত বৎসর গুলি ন্যায় বছরও অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা অভয়া দাস, ময়না রাজবাড়ীর সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এই রাস উপলক্ষে বেশ কয়েকদিন ধরে ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Post a Comment

0 Comments