পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ১২৫ তম বর্ষ উদযাপন
পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ১২৫ তম বর্ষ উদযাপন শুরু হল তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উপলক্ষে আজ সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তমলুক শহর পরিক্রমা করে। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয় বিকেলে। প্রথমেই বার এসোসিয়েশানের ওপরে দ্বিতলে থাকা ই-লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভার্চুয়াল মাধ্যমে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের অনুষ্ঠানের উদ্বোধন হয় মূল মঞ্চে সেখানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়েক ও বিচারপতি শুভেন্দু সামন্ত। এছাড়াও বিশিষ্ট অতিথি বৃন্দ। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ক্রীড়া ও স্থানীয় এবং খ্যাতনামা শিল্পী সমন্বয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবির।
0 Comments