৭ নভেম্বর ঐতিহাসিক মহান নভেম্বর বিপ্লব বার্ষিকীতে নিমতৌড়িতে পথসভার আয়োজন করল এসইউসিআই (কমিউনিস্ট) দল। সকালে হাইরোড মোড়ে মহান নভেম্বর বিপ্লবের রূপকার লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকালে পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদকমন্ডলী সদস্য মধুসূদন বেরা, লোকাল কমিটির সদস্য বাসুদেব দাস, অশ্বিনী কুমার সামন্ত প্রমুখ। মধুবাবু বলেন রাশিয়ার পিছিয়ে পড়া জার শাসিত সমাজ ব্যবস্থার পরিবর্তে মহান নেতা লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লব এবং পরবর্তীকালে তার সুযোগ্য উত্তরসূরী স্টালিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থা দেশ থেকে বেকারি দূর করতে পেরেছিল। কাজের সময় কমিয়ে শ্রমিককে স্বাধীনতার স্বাদ দিতে পেরেছিল।খাদ্য শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটিয়েছিল। নারী নির্যাতন প্রতিতাবৃত্তির মত ঘটনাকে সমাজ থেকে নিশ্চিহ্ন করতে পেরেছিল। আজকের ভারতবর্ষের উদ্ভূত সংকট থেকে মুক্তি পেতে গেলে সেই আদর্শ চাই যা রাশিয়াকে সমাজতন্ত্রে পৌঁছে দিয়েছিল।
আরজিকর হাসপাতালে অভয়ার খুন ধর্ষনের ঘটনা থেকে শুরু করে দেশে প্রতিমুহূর্তে ঘটে চলা নারী নির্যাতন, শিশু পাচার সহ বেড়ে চলা সংকটকে মুক্তি দিতে পারে এই আদর্শ, যা মানুষকে চরিত্র দেয় মনুষ্যত্ব দেয়। এসইউসিআই (কমিউনিস্ট) দল সেই লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি সকলকে এই আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
0 Comments