** সবচেয়ে ভালো ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
** সবচেয়ে ভালো ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
মোজাফ্ফরপুরের লিচু ভালো
দার্জিলিংয়ের চা
বর্ধমানের সীতাভোগ
যত খুশি খা
কাশ্মীরের আপেল ভালো
অসমের আনারস
হিমাচলের নেসপাতির
আছে দারুন যশ।
জয়নগরের মোয়া ভালো
বর্ধমানের মিহিদানা
নাগপুরের কমলালেবু
খেতে করো না মানা।
বারুইপুরের পেয়ারা ভালো
কৃষ্ণনগর সরভাজা
মালদহের ফজলি আম
দারুণ তরতাজা।
যশোরের কই ভালো
শক্তিগড়ের ল্যাংচা
পদ্মার ইলিশ মাছ
চেটেপুটে খা ।
কলকাতার রসগোল্লা ভালো
মনোহরা জনাই
তারাপীঠের প্যাড়া খেয়ে
দারুন মজা পাই।
3 Comments
ধন্যবাদ
ReplyDeleteNice
ReplyDeleteHi
ReplyDelete