কাঁথি খাগড়াবনী শান্তির সংঘের ৪২ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ২দিন ব্যাপি নক্আউট ফুটবল টুর্নামেন্ট

  কাঁথি খাগড়াবনী শান্তির সংঘের ৪২ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে  ২দিন ব্যাপি নক্আউট ফুটবল টুর্নামেন্ট


পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি খাগড়াবনী শান্তির সংঘের ৪২ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে  ২দিন ব্যাপি নক্আউট ফুটবল টুর্নামেন্ট  পরিচালনায়  খাগড়াবনী শান্তিসংঘ 
স্বর্গীয়া সন্ধ্যারানী  বারিক স্মৃতি কাপ ২০২৪ প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে ৬০ হাজার টাকা। বেস্ট গোলকিপার বেস্ট খেলোয়াড় বেস্ট গোলদাতা ম্যান অব দ্যা সিরিজ এছাড়াও অন্যান্য খেলোয়াড়দের বিভিন্নভাবে গোল করলে বিভিন্ন উপহার রয়েছে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ তরুণ জানা , কাঁথি মুসলিম শরহ কমিটির স্থানীয় সাত বস্তির সর্দার মসিউদ্দিন আলমগী , ক্লাব সভাপতি সেক ওমর ফারুক, ক্লাব সম্পাদক আব্দুর রহমান মনি এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সদস্যরা।

Post a Comment

0 Comments